মুন্সীগঞ্জে বাকিতে চিপস ও সিগারেট বিক্রি না করায় এক মুদি দোকানিকে ছুড়িকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে জেলার মীরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতস মোশারফ হোসেন (৫৫) কাগজীপাড়া এলাকার মৃত নবু মোল্লার ছেলে। ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রুবেল মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেলের ছোট ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে দোকানে ঘুমিয়ে ছিলেন মোশারফ। রাত দেড়টার দিকে অভিযুক্ত রুবেল তাকে ডেকে তুলে বাকিতে চিপস ও সিগারেট চান। মোশারফ তা দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে এনে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে ফেলে রেখে চলে যান। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্নস্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান জানান, অভিযুক্ত রুবেলকে রাতেই রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেপি/নি-৩০/এমএইচ