কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে হামাসের মুখপাত্র উল্লেখ করে ইসরায়েলে এর কার্যক্রম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। নিষিদ্ধ করার পর আল জাজিরার কার্যালয়ে অভিযানও চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

স্থানীয় সময় রোববার জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেলে কাতারভিত্তিক এই প্রচার মাধ্যমের কার্যালয়ে অভিযান চালানো হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চলকালীন আল জাজিরার সম্প্রচার বন্ধের বিষয়ে সম্মত হয়েছে মন্ত্রিসভা।

ইসরায়েলের যোগাযোগমন্ত্রী সলোমো কারহি বলেন, অভিযানের সময় আল জাজিরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তিনি সামাজিক মাধ্যমে অভিযানের একটি ভিডিও পোস্ট করেছেন।

বিবিসির একটি টিম ঘটনাস্থলে গেলেও তাদেরকে হোটেলে প্রবেশ করতে দেওয়া হয়নি। ছবি তোলা বা ভিডিও ধারণের ক্ষেত্রেও দেওয়া হয়েছে বাঁধা।

তবে ইসরায়েলি নিরাপত্তার জন্য আল জাজিরাকে ‘হুমকি এবং বিপজ্জনক’ হিসেবে দেখার বিষয়টিকে হাস্যকর এবং মিথ্যা বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

জেপি/নি-৬/এমএইচ